What Is Freelancing
ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করব (A to z)
![]() |
What is freelancing |
ফ্রিল্যান্সিং কি? freelancing in bangladesh
ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। তার কারণ এই কাজে কোনো ধরাবাধা নিয়ম নেই এই কাজটি আপনি আপনার মনের মত করতে পারবেন। অতএব যে কাজটি স্বাধীনভাবে করা হয় তাকে ফ্রিল্যান্সিং বলে।
কিন্তু ফ্রিল্যান্সিং করে স্বাধীন ভাবে আয় করার জন্য আপনার প্রথমে কিছু বিষয় জেনে নিতে হবে।
এই জরুরী বিষয় গুলো হল।
- ফ্রিল্যান্সিং মানে কি ?
- ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব ?
- কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করব?
- ফ্রিল্যান্সিং করে কি টাকা ইনকাম করা যাবে?
- আমি কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারব?
- যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই তাহলে কোন কোর্স করতে হবে?
এই বিষয় গুলি যদি আপনি জানতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
ফ্রিল্যান্সিং কি, what is freelancing?
ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম বা উপায়, যার মাধ্যমে আপনারা ঘরে বসে আনলাইনে কাজ করে ইনকাম করতে পারবেন। অন্য দিকে একজন চাকরিজীবীর সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা প্রযন্ত অফিস করতে হয়।
কিন্তু ফ্রিল্যান্সিং এ এমন কোন ধারা বাঁধা নিয়ম নাই আপনার মন চাইলে কাজ করবেন না চাইলে কাজ করবেন না। এবং আপনার কাছে যদি একটা স্মার্ট ফোন, বা ল্যাপটপ এবং নেট কানেকশন থাকে তাহলে আপনি যে কোন জাইগা থেকে এই কাজটি করতে পারবেন। এখানে আপনি যত কাজ করবেন ঠিক ততো বেশি ইনকাম করতে পারবেন। চাকুরির ক্ষেত্রে একটা বস থাকে কিন্তু ফ্রিল্যান্সিং এ কোন বস নাই আপনি আপনার বায়ারের সাথে বন্ধুর মত কথা বলতে পারবেন। বিশেষ করে আপনি আপনার কাজের দিন তারিখ বা সময় নিজেই দিতে পারবেন। যে আমি এই কাজটি ৩ দিন বা ৪ দিনে কোরবো এবং এর জন্য আমার এতো টাকা দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা বা স্বাধিন পেশা।
** ফ্রিল্যান্সিং কিভাবে শুরু কোরবো? ফ্রিল্যান্সিং কোর্স
১। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আগে আপনার লক্ষ ঠিক কোরতে হবে।
যে আপনি এই কাজটি ফুল টাইম কোরবেন না পার্ট টাইম কোরবেন। এবং এই সাইডে আপনি কতটুকু কাজ কোরতে চান।
২। আপনার বিষয় ঠিক কোরতে হবে।
যে আপনি কোন বিষয়ে কাজ কোরতে চাচ্ছেন। আপনি এখানে যে কোন বিষয় নিয়ে কাজ পেয়ে যাবেন। যেমন
Digital marketing, Graphics design, Social midia marketing, Affiliat marketing, Content marketing, copy typing, Facebook marketing. LinkedIn marketing, Instagram marketing, youtube marketing,
ইত্যাদি আরো অনেক কাজ কিন্তু এই সাইডে পেয়ে যাবেন। এজন্য আগে আপনার নিজের কাজের বিষয় টা টার্গেট করতে হবে।
** এবার আসি কোন সাইডে কাজ কোরবো
এখানে কিন্তু কাজের এবং সাইডের অভাব নাই। তার ভিতরে সব থেকে বেস্ট কয়েকটি সাইড আপনাদের মাঝে তুলে ধোরবো।
freelancing websites
upwork.com
upwork আজকের দিনে অনেক নাম করা একটি ফ্রিল্যান্সিং সাইট, যেখানে ১২ মিলিয়ন ফ্রিল্যান্সাররা কাজ করছে এবং টাকা আয় করছেন। প্রত্যেক বছর এখানে ৩ মিলিয়নের অধিক কাজ পোস্ট করা হয়। এখানে প্রায়, সব ধরণের কাজের জন্য লোকেরা freelancer দেড় খুজেঁন।
Fiver.com
Fiverr – Fiverr অনেক পুরোনো, বিশ্বাসী এবং অনেক প্রচলিত ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেখানে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। প্রত্যেকটি কাজ এখানে ৫ ডলার থেকে শুরু হয়। Graphic designing, Digital marketing, content writing, programming বা video & animation এরকম অনেক ধরণের বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
Freelancing.com
এখানে আপনারা প্রায় সব ধরণের কাজের জন্য ক্লায়েন্ট (clients) পেয়ে যাবেন। ১৩৫০ টি আলাদা আলাদা ক্যাটাগরিতে (category) এখানে লোকেরা কাজ করছেন। এবং, সেগুলির মধ্যে কিছু হলো – accounting, finance, internet marketing, SEO, PHOTOSHOP, graphic designing, web design, mobile app এবং আরো অনেক অনেক বিষয় নিয়ে এখানে কাজ পেয়ে যাবেন।
তো বন্ধুরা আজকের এই বিষয় গুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং এই ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন।
types of freelance jobs
0 Comments
donot share any link